কেমন করে বলি তারে
ঐ নগরী আমার চাই
কেমন করে বলি তারে
দূর দেশেতে চল না যাই
কেমন করে বলি তারে
দেখছো কেমন
বালির বাঁধে ঘর বানাই---
কে বা শোনে এমন করে
চাঁদ মিনারের রূপ কথা
কে বা বোঝে পাগলা দাশুর
রঙ বেরঙের গল্প গাথা
কে বা চায় কূল হারানো
অলীক স্রোতে
হারিয়ে যাক মাথার ছাতা---
থাক সবাই যে যার মতো
মৌ বিলাসী প্রান ভোমরায়
বিধিলিপির হিসাব মতে
হয়তো পাখি এটাই চায়
এখন তবে ভাট না বকে
জানতে চাই
বলি কারে নিলাম বিদায়?
-----------------------------------
-১৮/৪/২৩-অবুঝ মন -