এই যে বলছো শেষমেষ
ক্ষয়ে ক্ষয়ে হয়ে গেছো শেষ
পলিমাটি উর্বর হয় তো
ছিলো বেশ-এলোকেশ একদিন।
কদিনের ব্যবধান বলোতো বাগিচার?
একে একে অনাচার সবকিছু ছারখার!
মাটি আছে তল নেই,তল আছে মাটি নেই
ভাবলেও ভয় হয়
তুমি তো রাত দিন জাগছো!
পাচ্ছো কি সমাধান?
নেই নেই কিছু নেই খতিয়ান
ডেটাবেশ কারবার--ভেজালে ভর্তি!
ফ্লাশ ডোর থাকলেই
হাওয়া কিছু ঢুকবেই ঢুকবে নিয়মে
ভাবছো এ কেমন যান্ত্রিক--?
ঠিক তাই প্রতিটি দপ্তর ঝুরঝুর ভাঙছে
ভালো নেই ভালো নেই কিছু আর ভালো নেই!
সুতরাং ছাড়ো সব বেগতিক ভাবনা
দেখবে মনটা স্থিতিশীল থাকলেই সব ঠিক হচ্ছে।
---------------------------------
২১/৪/২৪-অবুঝ মন -