সময়ের স্রোত বলে ভাসতে
চাইলেও পারি না রাখতে
রাধা কি বিরহের গান গায়?
অথচ শ্যাম জেগে
আজও--সেই মথুরায়!
হয়তো বেড়ে ওঠা রাগ ঝাড়
অসহায় চুপচাপ নিরুপায়
সব কিছু তুমি যদি জানতে
বলতে এ কেমন চলছে সময়ের
আসলে যা কিছু দেখছি সব নয়
কাঁটা গাছ ঝোপঝাড় লুকিয়ে-
----------------------------------
৬/১২/২৩-অবুঝ মন-