তেনাদের নৈতিক সমর্থনের কথা
চলে এলো বলে দুকলি শোনাই

শোন ভাই অভয় যদি দিস
চুপিচুপি যেতে পারি
ছবিটবি তুলবি না বল।

শোন ভাই বলি তোরে
চুনোপুটি ঝেড়েমেড়ে যেটুকু যা সম্বল
ওরা যদি দেখে ফেলে সব পয়মাল।

শোন ভাই এই কটা দিন যাক
রাখবোনা রাখঢাক
দেখেনিস ফিরবো,তোদেরই দলে।

শোন ভাই সত্যি কী কিছু হবে?
যা পাই এর চেয়ে বেশি না হলে কী নয়?
ওরা এতো এতো কাজ করে--এরপরে কোথা পাবে বল?

রিক্সা চালক,চাষীদের দল,তাঁতি,মুচি---
চেটেমুটে ওরাও--
পায় যদি কিছু পায় পাক।


গদগদ ভাব
আহ্ আহ্ কতবেশি নৈতিক দায়
যেন ওরা নিজেদের সবটুকু বিলিয়ে দেয়!

তেনাদের নৈতিক সমর্থনের কথা
চলে এলো বলে দুকলি শোনাই,দুকলি শোনাই---
------------------------------------------
৬/৫/২৩-অবুঝ মন -