এই যে তিল তিল জমা করা কষ্টের সঞ্চয়
শুষে নিলো সেনসেক্স ঝটিকায়!
জানো কি কত রোদ বর্ষা থেকেছে স্বাক্ষী?
জানা নেই কিভাবে এসবই সম্ভব?
ক্ষমাও জীবনের ধর্ম
কথাটা মানলে ভয় কেন জাগবে বরাবর?
প্রয়োজন প্রিয় তাই দরকার বললে ক্ষতি কিছু ছিল কী?
শূন্যের ওই চাঁদ হোক যত নিঃস্ব--দেখবে কখনোই ভিন্ন ম্লান নয়
এভাবে ধন মান বাড়ে যদি---
মানতেও দ্বিধা নেই অক্রুর ক্রু হাসি মসলিন
সেই তো হলো সব উৎসব চেয়ে চেয়ে দেখতে----
---------------------------------------------
১২/৭/২৪-অবুঝ মন -শুভ রাত্রি -