গল্পটা অনেকেই জানে
ঘটনা ঘটার আছে ও মানে
বেকার জীবন টানাটানি মন
কলমের ধার কমেনি তখন
বাড়ি বাড়ি যাওয়া গুণ বেচে খাওয়া
আনমনে মাঝে গলা ছেড়ে গাওয়া
এরই ফাঁকে ফাঁকে যেটুকু যা হয়
প্রেম দিশা খুঁজে অল্পতে ক্ষয়!

চলছিল বেশ কাল স্রোত ঘিরে
এক বিকেলে কী যে মনে করে
যেনো মধুময় হলো এ সময়
বাঁশি যোগে দেখি রাধা যমুনায়!
কথা কিছু কিছু চকিত বহর
পলাশের রঙে অমানিশা ঘোর!
সে এক ঝড় বুক ধড়ফড়
খরস্রোতা নদী ধূ ধূ বালুচর।
-----------------------------------
১০/১২/২৪-অবুঝ মন -