বোধ নেই বলবো না তবু দেখি নিশ্চুপ!
তাবেদারী করে যেটুকু মেলে সেটাতেই মেটে সুখ?
শকুনি টানছে দেহ,থুড়ি শকুনের কথা কেন টানি
হলো যে কত মানহানি?তবু দিদিমনি খুশী!
না হয় দেহটা চোদ্দোর ধারেকাছে
তাই বলে বানাতে হবে অলৌকিক খবরের এজলাসে?
কেন এতো ভিড়--তার কী নেই কোনো ভীত?
সবটাই শিরোনাম জুড়ে দিতে হবে--তুমি আজ মহারাজ বটে!
শ্রীয়ের কী জাত ধর্ম একেবারে গেছে মুছে?
এ কেমন বিচার--চ্যাং মুড়ি কানি সেজে?
সত্যি তেনারা আজ সাধু বটে!
--------------------------------------
২৫/৪/২৩-অবুঝ মন-