ফিরতে চেয়ে বৃষ্টি হবো এমন তো আর নয়
দেখা হলো কথা ও হলো কম তো কিছু নয়
ভাবতে পারো কাঁচের শহর কতদিন আর রয়?
এবার তুমি বলবে জানি মঞ্চ জুড়ে নাটক কর
প্রেম পিরিতের বৃন্দাবনে শহীদ মিনার একাই গড়
তার চেয়ে বরং পাথর চোখে একটু খানি নজর কাড়।
শুধুই কেবল মেঘের দেখা ধূসর চোখে তাকিয়ে থাকা
হারিয়ে যাওয়া পথের রেখায় জমাট সাদা বরফ ঢাকা
দিন বদলের এই দুনিয়ায় এই তো সহজ সরল রেখা।
------------------------------------------
৮/৫/২৩-অবুঝ মন -