যেখানে থাকি না কেনে
মন পড়ে মন্দিরে সাধনার প্রান্তে
পেরেছি কী স্বার্থের দোটানায় নিজেকে পিশে ফেলতে?
যেভাবে এলো ভেসে নানা মুনী,জ্ঞানী গুণী
চিমটির ভরা থলে নিয়ে!
কষাঘাতে উঠে এলো সবকিছু আছে তাদের।
এরই নাম যদি কিছু হয় হোক
পরিনাম একটাই 'অধিকার' এমনিতে আসে না
মন বল কুড়োতে জয় চাই,জয় চাই।
সংগ্ৰামী যৌথমঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ--
---------------------------------------
-অবুঝ মন -