চকচকে চোখ দুটো জ্বলতে না জ্বলতে
বলে কী ওর কোন দোষ নেই জানি!
ও ভালো নিতে পারে কাটমানি
তবু না কি ওর চোখে পড়েনি একটুও ছানি!
অথচ দিতে পারে কত ভালো মাঞ্জা রাঙানি
এটাতেও না কী নেই কোন বেইমানি!

হারামের ফল এমনিতে নয় তিতা
ওর পাশে বসে আছে ওর সীতা
সেও না কি রোজ পড়ে গীতা
বলে কী দেখেছেন কি কখনো কোনো চিতা?

বলুন তো এতো কথার কী আছে মানে?
ও না কি কোন অনুরোধ শোনে না কানে
শুধু ও  মনভরে হাত পেতে নিতে জানে!

ও এতো ভালো যে--
কারো রক্তের জল করা সম্পদ খেতে চায়
ওর কি আছে কোনো দায়?
--------------------------------------
২৯/৩/২৪