ধ্বংস স্তুপে দাঁড়িয়ে থেকেও এঁকেছে যাঁরা স্বপ্ন
গুঁড়িয়ে যাওয়ার ফাঁদে পড়েও হয়নি তারা ভগ্ন
এরাই পারে এগিয়ে যেতে সতর্ক চোখ রেখে
সূর্য কিরণ যায় কি কখনো মেঘ ছায়াতে ঢেকে?
হোক যেমনি উড়ছে লোলুপ ভাঙন নেশায় মেতে
সত্যি কি আর পারে ওরা আস্তো গিলে খেতে?
হয়তো কিছু পূর্তি হবে এমন খেলা খেলে
চাঁদের আলো বসত জুড়ে উঠবে কি আর জ্বলে?
পাহাড় চূড়ের বরফ সাদা ঠিক যেমনি হয়
কথা রাখার ঊর্ধ্বগতি লোক ঠকানো নয়
মনুষত্যের রুগ্ন ভিড়ে নামুক যতোই খরা
এই তো জীবন যোগ বিয়োগের সহজ স্রোতের ধারা।
-----------------------------------
-১১/১/২৫-অবুঝ মন -