ঝগড়া করার যেমন তেমন গল্প কতক সাজিয়ে নিলাম
এরপরে দে প্রশ্ন ছুঁড়ে কুঠারাঘাতের বিষনজরে
উত্তরটা দিলে ভালো পথের ছায়ায় জ্বলবে আলো
না দিলে তো আছে পড়ে অনেক উপায়
এই তো প্রেমের চামর দোলার বেজায় অসুখ!
এ কোন সময় এলো চলে বলতে পারো?
অনুভব কী এতোই সোজা বলার মতো?
তাকিয়ে দেখো পালিয়ে যাওয়ার রাস্তা কত-!
তবুও বলি সাগর স্রোতে মন মন্দির,
সুগন্ধি ধূপ একটুখানি বাঁচিয়ে রেখো
জীবন নদের সহজ পাঠে,সহজ ধারায় চলাচলের এই তো হিসেব।
---------------------------------
-২৭/৮/২৩-অবুঝ মন-