সময় এসেছে বলে
কারবারিরা আবারো নেমেছে দলে দলে
দেখছে সবচেয়ে কম সময়ে মধু বেশি পাওয়া গেলে
একটু না হয় ঘোরাঘুরি হলো ফুলে ফুলে
খেলাও উঠবে জমে মনে তো হয়
কিচু লাশ,কিছু রক্ত নদীর ধারা হিসাবে রয়
এরা কারা? তুমি আমি সব্বাই,যাঁরা আপামর সাধারণ
বিগত বছরের ফাঁসের কালসিটে দাগ হয়নি অচল
জানা নেই এই অস্থির খিদের সীমানা কোথায়?
তাই সাবধান হও সাবধান হও হুঁশিয়ার।
-----------------------------------------
-৭/৩/২৪-অবুঝ মন -