চলার পথের এ ঠিকানা যেযার নিজের
আমি যেমন দৃষ্টি গোচর পুণ্যিপুকুর খুঁজে বেড়াই
তবু ও দেখি প্রশ্ন ওঠে নানা জনের ভিন্নমতের!
দিই ঠেলে দিই ধূসর করে অনেক দূরে--
আসল কথা কজন বোঝে নিসাব নিকাশ খেলা ঘরের?
তাই তো আজও আলোকমালা ঝলমলিয়ে উঠছে হেসে পাহাড় চূড়ে
এবার বলো গরম রোদে পারদ কেন ঊর্ধ্বমুখী হচ্ছে এমন?
সহজ কথা সহজ করে বলতে পারে বোকা জনে
এই তো সময়!ঝড়ের আভাস উঠবে কবে জানছে কি কেউ?
যতোই টলুক ভিতের মাটি,নিজের মতো নিজের লড়াই লড়তে হবে।
-------------------------------------------
২৬/৩/২৪-অবুঝ মন -