যদি ধরে নিই সবটা আমার ভুল
তাহলে মেনে নিতে একটুও দোষ নেই
যদি থেকে থাকে যৎ সামান্য কিন্তু অবস্থান
সেখানেই যতো গোল
আসলে পাঁকের দূর্গন্ধ এতোটাই প্রবল
ভাবতে ভীষণই লজ্জা হয়
ঐ যে কথায় আছে না
"তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে"!
অথচ জনতা জনার্দন কে না জানে
ঘেন্নার মাঝে 'ক্ষমা' টা আসল?
সত্যি কী নীরব কবির এই স্থবির ঝরাপাতা বিন্যাসে নর্দমা কমছে?
---------------------------------------------
-২৪/১২/২৩-অবুঝ মন -