আমরা পিঠ পেতে দিচ্ছি বলে তো ওরা আজ এতোটা বাড়ছে
এভাবেই মুখ বুঁজে থাকলেই ভাবছি বেশ তো কাটছে
কী হবে লেজে পা দিয়ে ওই কেউটের!ওরা তো ব্যবসায়ী ভাবনায় এসবই --

মারবো ধরবো নেহাতই নয় কোন মন্দ,সহ্যের সীমানা দেখেছো না কত দূর---
কোনকিছু কালো নয় ভাবলেই সব ঠিক
খামোখা নাকটা গলিয়ে খাবো কেন চিড়বিড় কিল চড় বলোতো
তিতোপাট দেখেও চুপচাপ চেপে যাও বুঝলে!

কী জানি এ কেমন মানানোর কৌশল ধ্বংসের দায়টুকু আগলে?
------------------------------------------
২৩/৫/২৪-অবুঝ মন -