একটু না হয় জড়িয়ে ছিলাম মোটের উপর
তাই বলে চাইতে হলো এতোখানি দামের বহর!
ভাবলে না তো হঠাৎ ঝড়ের এমন খোরাক কোথায় পাবে?
ঝেড়ে ঝুড়ে মানুষ মারা মানায় না কী?
এ সমাজে ফকির থাকা এর চেয়ে ভালো কাজের কাজী
চেয়ে দেখো হাসছে শকুন অন্তরালে ছায়ার মতো
এর পরেও ঘৃণার ফসল মুঠোয় ভরে তুলবে যখন কেমন করে?
-----------------------------------------
২০/১/২৪-অবুঝ মন -