প্রশ্ন
কলমে:নরেশ বৈদ্য
--------------------------------
মুরগিটা খুঁটে খেলে দোষ নেই
মোরগের ডাক টাই অভিশাপ সলতে
সময়ের এই ফের-হারাকারি ধাপ্পার
মাপকাঠি হয়ে যায় অঙ্কের!
বুঝতে কী বাকি থাকে-পাঁজরের হাড়টা
কে বা কারা এতো ভাঙছে?
সরতে সরতে একদিন শেষমেষ
ফকিরের কলিজাটা শূন্য নিঃশেষ
অথচ কত সব ঘুঘু পাখি দিব্যি
চারিদিকে আরামে ঘুরছে ফিরছে!
কেননা লক্ষ্য একটাই--
ছোঁক ছোঁক স্বভাবেও মসনদ পূর্তি
পর্দার আড়ালে তৃষিত স্বভাবের--
এ কেমন ছোঁয়াচে ঋতুযোগ প্রাপ্তি?
---------------------------------------
      -অবুঝ মন -