জনতে তো সব
কই নিলে না তো খোঁজ!
বরফ কী গড়িয়েছে জল?
কেন দেখি পাথরের ঘুম ভাঙা চোখ?

তুমি তো ছিলে ভালো জল থৈ থৈ
ভুলে যাওয়া এতোটা সহজ!
পেয়েছো বুঝি উর্বর চরাচর?
তুমি তো জানো আমি সেই উন্মুখ চন্দ্রশীলা
সত্যি কি হয়েছে সময় সূর্য ডোবার পালার?
--------------------------------------------
৬/৭/২৩-অবুঝ মন-