ধোঁয়া গেলা শিল্প যখন
পাশ করে যায় ঢেউয়ের লহর
তখন এইটুকু আর না শোনে কে-
উড়ছে হাওয়ায় জবর খবর-জবর খবর
কুইন্টাল কুইন্টাল জলের তোড়ে
ভাসছে গ্ৰাম ভাসছে শহর!
ও মা সকল বাপ সকল--
শুনছো কেমন নেতার বহর?

তোমার আমার ট্যাক্স গুলো
ওরা যখন করছে হজম কুহু কুহু মধুর স্বরে
প্রশ্ন কেন যায় থিতিয়ে বেশ ন্যাকামো--
চিকিরফিকির ঝিপসি আলো বাইতে পারো?
--------------------------------------------
-২৬/৯/২৪-অবুঝ মন -