দ্বন্দ্ব মনের বসত ঘিরে উঠছে যেমন ঝড়
তেমন করে জাগছে কি আর ধূ ধূ বালুচর?
ফন্দিফিকির বিচার ধারা হয় যখনি শেষ
দেখবো বলে যায় কি দেখা একটা নতুন দেশ?
হয়তো কিছু পাওনা জোটে নগ্ন স্রোতের নামে
ইতিহাস ও তৈরি থাকে গুছিয়ে রাখা খামে
কষ্ট জমা চোখের ভিতর সাপের নাচন দেখে!
বর্গি এলো বর্গা নিলো বলবে কি আর লোকে?
-----------------------------------
-২৯/৫/২৪-অবুঝ মন -