দিন আসে দিন যায় নিখিলেশ জানতো না
সুনয়না হতে পারে পাকা খেলোয়াড়!
কিভাবে সে পেতে ছিলো এতো বড় ফাঁদ?
নিখিলেশ তুমি এখনো যে বেঁচে আছো এটাই অনেক
এক নয়,দুইও নয়---মোটে তো কয়েক লাখ! দিয়ে দিলে হয়
কেন যে এতো কথা বাড়াও? যত্তোসব ঝক্কির ঝামেলা
মানে মানে কেটে পড়--দেখছো না ভালো ছেলে চায়।
সুনয়নার এটুকুই আবদার নিখিলেশ চুপচাপ মেনে নেয়
কী জানি কি হলো প্রতিবাদী ছেলেটার প্রতিবাদ আজ?
কেন যে এখানে এসে থমকে দাঁড়ায়!
হয়তো ভেবে ছিলো বাঁচলে বেঁচে যাবে দুটি পরিবার পরিসর।
যাক আর কোনো কথা নয়,হলো যখন মৌ স্বাক্ষর
বিভাগীয় তদন্ত থেমে যাক,আড়াআড়ি বিভাজন স্পষ্ট
নয় কোন গল্প,বীজধান পোতা ছিল তাই টাকা টাই মুখ্য
যতোই চেপে যাক ঋণ বোঝা ভার,নিখিলেশ ও চায় সুনয়না ভালো থাক।
তবে সুনয়না এমন টা না করলে পারতো
তালি তো আর এক হাতে বাজে না এটাও তো সত্য?
ঘৃণা যদি থেকে থাকে ভালো ছেলেটার ঠিকই,তেমনি ক্ষমাও জীবনেরই ধর্ম
সেখানে কয়লার ময়লা ধোয়া ব্যবসার পরিধি বাড়ানো কতটা স্বাভাবিক?
-------------------------------------------
১৩/১/২৪-অবুঝ মন-