চকচকে চোখ গুলো
সেদিনই কষেছিলো কতশত আসবে
খামোখা হইচই দরদাম কেন যে!
মারধোর-গুম ঘর খুব ছিলো দরকার?
সেই তো গুয়ে হাত ভরলে
দেখলে না কার বুক ভাঙছে!
মায়া চোখ নিসপিস করলে এসবই সম্ভব
পাখি সব খাঁচাতে বন্দি!
আর কী--টপটপ গিললে
দোষ টোস কোনো কিছু থাকে না বুঝলে
লকারেরও চাবিকাঠি নাগালে
এখনওও--বুঝিনি সানাইয়ের সুর ফেলে
কেন শুধু দুমদাম অস্থির ঝড় কিছু তুললে?
ভালো করে ভাবলে দেখবে
আমি সেই মেঘ ভাঙা বৃষ্টিতে দাঁড়িয়ে ব্যবহার গুনছি
প্রশ্ন একটাই রয়েছে তুমি কে--আমি কে?
------------------------------------------
১৪/৯/২৪-অবুঝ মন -