প্রশ্ন
---------------
সবাই ভাবছে সে যা বলছে
সে যা করছে সেটাই সত্য
কেউ কি ভাবছে সে পথেও
রয়েছে নানান গর্ত?

পাশা চাল চেলে কি
পাওয়া যায় সুন্দর ভেলা?
আজ যে বন্ধু কাল সে শত্রু
এ কোন নিয়মের খেলা!

যাই হোক ছোঁয়াচে প্রশ্রয়
গনগনে উত্তাপ ঠিক নয়
কার---কী মিলেছে--
মানবিক ভাবনা করে ক্ষয়?
ফল তো অজানা কারো নয়
বলে কিছু হয় না কানকাটা নমুনা জাগছে!
নিয়ত হোঁচটের রাস্তা ও বাড়ছে
এর চেয়ে বড় ক্ষতি কী আছে?
--------------------


গোখরো সাপ নয় মন্দ
-----------------
ফুলকির পিছনে দৌড়িয়ে লাভ নেই
প্রয়োজনে হতে পারো ফোয়ারার জল
মন আছে তাই ঢেউ কিছু ভাঙবেই ভাঙবে
তবু তুমি দেখবে নৌকাটা করে কী না টলমল?

ডুবছে,ডুববে এই যদি মনে হয়
উদ্ধার কার্যে দিতে পারো বাড়িয়ে দু হাত
ভালো কিছু ঘটবে বলতে কে পারবে ?
হয়তো চিনবে এখনও কিছু আছে ভালো জাত।

গোখরো সাপ নয় মন্দ
যদি না পড়ে তার লেজে পা
বেশি কিছু ভাবলেই গোলমাল
জুড়বে পিশাচির তীব্র সুনামি গর্জণ।
-----------------------
-৫/৪/২৪-অবুঝ মন -