ইচ্ছের স্পর্শ সুখে ঝমঝমে নূপুরের দোলা
পূর্ণভূমির তীরে সে প্রনয় মানলো না হার
যদিও সুখ পাখি জেগে ছিলো কী না জানা নেই
তবু বলে রাখা ভালো দাবি দাওয়া একটুও অমূলক নয়
কড়া প্রহরায় সারারাত কচি পাতা দেখে বোকা চাঁদ!
আর কত প্রচ্ছদ লেখা বাকি আছে তুমি কী জানো?
-----------------------------------
       ২৭/৩/২৩--অবুঝ মন