নৌকাটা ডুবছে দেখে কী--
ভাষা কাঠ ছুঁয়ে চাও বাঁচতে?
একবার নির্বিষ ঢোড়া সাপ জাগলে
বুঝবে কীভাবে হাড়গোড় মড়মড় চচ্ছড় ভাঙছে।
সব নয় পোষা ওই দু টাকার হ্যাংলা ক্যাংলা বাটপার
ওদেরও মধ্যে কিছু আছে মাথা উঁচু লড়াকু সৈনিক,
নয় তারা কোন কারো তৈরি বিষ ঝাড় হুকুমের তাবেদার।
মরলেও মরবে জেনেও ভয় ভীতি এতোটুকু করে না স্পর্শ
সেখানে নিজেদের ফায়দার কথা তো কিঞ্চিত তুচ্ছ
ওঁরা চায় জাত নয় স্বভূমি যার যার,মাথা তুলে বাঁচবার--বাঁচানোর অধিকার।
এখানেও দিয়েছো কালো হাত!পুড়বেই পুড়বে একেবারে নির্ঘাত
বহমান অস্থির সময়ের বেয়েকুব কায়দায়---
লুটেরা বাঁচাবে ভাবছো?বার বার তা কী করে সম্ভব?
যায় কি কখনো মুছে ফেলা---সৌর্য বীর্য মশালের দীপ্তির?
ভেবে দেখো পৃথিবীর বিপদে যুগে যুগে কতজন এসেছে অবতার?
নোংরা ময়লা ভরা ড্রেন--জমে স্তুপ যত হোক,সরানোর কারিগর প্রস্তুত।
সুতরাং আর কত চালাকি-কারসাজি করবে?
ক্ষমতার দম্ভে হিটলারও নিস্তার পাই নি
মনে আছে কিভাবে একদিন ধ্বংসের কবলে হয়েছিল সব শেষ বাস্তিল দূর্গের?
সে কথা ও একদম মনে নেই দেখছি!কারা যেন এখনও রয়েছে গারদে বন্দি?
------------------------------------
২১/৫/২৪-অবুঝ মন -