কে চায় সুনামীতে ভেসে যাক এ গ্ৰাম,এ শহর এমন কী এক একটি জনপদ?
অথচ ঝড় এসে কত সহজে ভেঙে দিয়ে যায় সাজানো গোছানো সংসার!
সেখানে আমি বলো আর তুমি কেউ না কিছু না
সুতরাং"বাসবো ভালো রাখবো ভরে"কতক্ষন বলা যায় কী ভীষণ সত্যের নিয়ামক?
সুতরাং কার দাবি?কী বা দাবি?কে না জানে কতটুকু কার অধিকার?
এই তো জল পাখি ভেবে এতোদিন যারে দিয়েছি আশ্রয়
অনায়াসে সেও একদিন ভিন্ন স্বাদের গল্প শোনায়!
এবার বলো ওগো উদাসীন শব্দহীন স্তব্ধতায় কী পাওয়া যায়?
ভাঙা আয়নার দাগ মুছে জীবনানন্দ হয়ে ওঠা খুব কি সহজ কাজ?
হয়তো বলবে হে সুশীল "চলতে কা নাম গাড়ি"নিজেদের ভরসায় দেখো পারো কী না আরও কিছু পথ
আমি আগামী,খুঁজে চলি শ্বেতপত্র বিছানো সাতরঙা বৈঠা
সামান্য দু একটি কাটছাঁট কিছু যায় আসে না
প্রশ্ন এখানে এও কি অনর্থ নয়?
------------------------------------------
১৩/৩/২৪-অবুঝ মন -