কালো ছায়া উড়ে যায় আকাশে
গুরু গুরু বাজে মেঘ বাতাসে
হাওয়া ও শন শন বইছে
ঝিরি ঝিরি বৃষ্টিও ঝরছে
এ সময় কী হবে ভাবলে ভালো হয়
যদি আগেভাগে যেতে হয় যাবো চলে ঠিকানায়
একটু তো থেকে থাকে সবারই দায়ভার
চোরাস্রোত লুকানো মতামত চাইছি যার যার
দেখতে কি পাচ্ছো দূতিহীন সূর্যের কান্না?
নয় কোন কল্প আঁকি বুকি আল্পনা
পাখি থাক কুঠিরে বন্দি,আমরা--না
আয় চলে আয় বলে পথের ওই মোহনা ডাকছে
হোক যত বিষণ্ণ ভৈরব অভাবের--অগভীর টান!
ভাঙতে ভাঙতে এই প্রশান্তি উজান।
-----------------------------------
-৩১/৫/২৪-অবুঝ মন