ছেলেটা জানে নিবিড় আলাপেও মেঘ জমে বারে বার
মেয়েটা জানে--এ সকল তার শাশ্বত অধিকার!
ছেলেটা জানে উপকথা ঘিরে কত সপ্নের নিধন হয়েছে অকালে
মেয়েটাও জানে এ সবই তার বাঁ হাতের খেল কেন বা ধরা দিতে চায় মারণ জালে?
ছেলেটা জানে গোলাপ কখনও পারে না থাকতে একা
মেয়েটা কি জানে না দিন যতো যাক শেষ নয় যাত্রা পথের এ দেখা?
ছেলেটা জানে বিজনরাতে চুপেচুপে কাটতে সাঁতার ভাবের ঘরে
মেয়েটা কী জানে না দূর্ভিক্ষ সবার জীবনে একবার না একবার আসতে পারে?
ছেলেটা জানে নিভৃতে নীরবে চাঁদের আলো বুকে কিভাবে জড়াতে হয়
মেয়েটা আজও জানলো না কেন এ শুধু কোনো রঙ নয়?
-------------------------------------------
                    -৩১/৭/২৩-