পেন্নাম সাহেব
রচনা -নরেশ বৈদ্য
-------------------------------------------
আশার প্রদীপ হোক না যতই ক্ষীণ
তল্পি বাহক বলছে হেঁকে আসছে আচ্ছা দিন!

কাঁচের ঘরে বসে
মিচকি মিচকি হেসে
ছুঁড়ছে তিনি ঢিল!
দেখছে না তো চোখে
চতুর্দিকে জমে
কতশত ঘন কালো তিল!

ঘোলা জলে করেন যিনি বাস
তার কি মানায় নীতি কথার চাষ?

এবার আসি আসল কথায় ফিরে
সেবক সেদিন পাতপেড়ে--
ডান হাতের কাজ সেরে
ফির ছিলো কুঠিরে।

পথের মাঝে এসে
হিচকি ঢেঁকুর তুলে
লুচির মতো ফুলে
দেখলো চেয়ে  
পাঠশালার এক রূদ্ধ দ্বার!
আর কে তাকে দেখে--মেজাজ ভারি হুকুম তার!

উপর ওয়ালা বলে এমন বুঝি হওয়া যায়?
বুঝবে না আজকে দিনের কাজের ভার!
পালনীয় হলে কেমন করে চলে জানবে কবে হিসাব তার?

হৈ হৈ হৈ-- রৈ রৈ রৈ---
চিকির মিকির ফন্দি ফিকির ছড়ায় কানে কানে!
বলতে পারেন এসব করে কী খুঁজে পান মানে?

মানীর মান রাখতে হলে পা দিয়ে নয় লেজে
আগে তো ঘষতে থাকুন ভিতর ঘরের মেঝে।
----------------------------------------
২২/১২/২৪-অবুঝ মন -