নিম তেঁতুলে পুড়ছে শরীর-সুজন সখীর বদ্ধ ঘরে!
ইচ্ছে গাঁওয়ে সন্ধ্যা নামে কেমন করে-বোঝাই কারে?
আর কতবার তৃষার্ত ঢেউ পড়বে ঝরে-মন কেমনের দেউল জুড়ে?
ডুবজলে ডুব নাই বা দিলে-পাঁজর জুড়ে ধ্বস নামে যে ঢেউ সাগরে
তবুও দেখো আলোর সারি চাঁদের বুকে লহর তোলে
এরপরেও ডুকরে কাঁদা মানায় তোমায়?
পাগলী তুই দেখিস ভেবে--হোক সে বাউল বৃন্দাবনের
কোন সে জ্যোতি জড়িয়ে আছে ভেজা ঠোঁটের উৎস মুখে---
---------------------------------------------
২/১০/২৩-অবুঝ মন -