যতোই ভাবো ঝরাপাতা উড়ছে কেমন ওই আকাশে
ভালো করে তাকিয়ে দেখো সবুজ ক্ষেত আছে তোমার আশেপাশে
হাসনুহানা যেমন সুবাস ছড়ায় বনের কোণে কোণে
অনুভবে খুঁজে দেখো কে তোমাকে জড়িয়ে রাখে মনে মনে?
হয়তো তুমি শিখে গেছো এড়িয়ে চলা ভীষণ সহজ!
বলতে পারো কেমন করে এ পথ তুমি খুঁজে পেলে?
ঐ দেখো ওই নক্সী কাঁথার কেমন বুনন পাঁজর জুড়ে
তাকিয়ে আছে ব্যথার মুকুট জড়িয়ে ধরে ---
------------------------------------------
-৩০/১০/২৩-অবুঝ মন -