ওদের আর বাঁচবার পথ নেই
বাঁচানোরও লোক নেই!
দানবের কোলাহল
মতলব লুটবার,আগুনে উত্তাপ
দরদাম হাঁকছে চেহারায়
বয়সের কাঁচা রঙ জৌলুস কতটা!
মেয়ে,বৌ হোক না যার যার
চোখটা অসুরের জ্বলছে
বর্বর শাসকের হুঁশ নেই তবুও!
এ কেমন কদর্য কালো মেঘ উড়ছে?
হিংস্র হায়নার জিবটা এখনও লকলক করছে!
বিদ্রোহী প্রতিবাদ যেটুকু যা হচ্ছে
ওরা কী বলছে?অভিনয় প্রান্তিক মানুষের!
ছিঃ ছিঃ লজ্জা করছে-ছিঃ ছিঃ লজ্জা করছে--
এখনও শীত ঘুমে--এরা ও এ দলে!
যাকে মা বলছি ধর্ষিত হতে হয় সারাক্ষন
বোঝে না নারীদের সম্ভ্রম!
কোন ক্ষণে নেমে আসে রাস্তায় এ মিছিল?
এতোটা পাথুরে হৃদয়ের চকচকে মজলিস!
কান পেতে শুনলেই বুঝবে বেশি আর দেরি নেই
আসছে আসছে সামনে
অহং এর পিলারের পতনের শব্দ--
পুড়বে পুড়বেই দানবের পৃথিবী।
-------------------------------------------
১৩/২/২৪-অবুঝ মন-