কেউ কি বলেছিল ভেঙে ফেলো ঘর?
কেউ কি বলেছিল ধরো হাত ছাড়ো বর?
অথচ বানাতে হলো বেসামাল গুনাগার!
বুঝলে না তিল তিল গড়ে তোলা---
পাঁজরের এই ফল কীভাবে হয়ে থাকে সঞ্চয়!
জানবে কাঁধে নেওয়া দায়ভার কখনো হাঁটেনি খেলাপের রাস্তায়
সহ্যের সীমানায় তাজা লাল রক্ত দেখলে বুঝবে--
অরুণ টা ক্যান্সারে মরতে মরতে বেঁচেছে
তবু সে দুচোখের ঘৃণাতে খেলা খেলা ব্যবহার ব্যবসা চায়নি
চেয়েছে জোড়া থাক শালিকের সংসার পরিসর
আজ যার নুন ভাত লঙ্কা দামি বেশ ভরসার সম্ভল
পৃথিবীর ক্ষয় রোগ দেখতে দেখতে একাকী গুমঘর হাসছে।
---------------------------------------
১৫/১২/২৪-অবুঝ মন-