ঘুমিয়ে পড়েছে বলে খোঁজ গেছে থেমে
এ কথা ভাবার নেই কোন কারণ
প্রতি পল,প্রতিক্ষণ জিগ্যাসা মুখ তুলে দাঁড়িয়ে
শুধু সামান্য ছায়া যোগ কুড়িয়ে নিতে।
কী জানি ভরে গেছে কি না দুপাশের সঞ্চয়?
তাই বলে কোন কিছু ধার বাকি নেই আর!
তাই যদি হতো তাহলে উঠতো না ভেসে
গোটা একটা দিনের ঝটিকা সফর
এভাবেও ছুঁতে পারে প্রহসন!জানি না কী করে সম্ভব?

হয়তো বা উষ্ণায়নের ফসল জমিতে গড়েছে সুখের জরিপ খামার
সেখানে বোঝা কি যায় কী দামে চলছে বাজার?
শুধু অসুখের চাদরটা সরাতে পারলে না বলে---
তোমার আজও--পুরোনো সে হাল!এবার থামো,এবার থামো
আর তা না পারো,গড়তে চাও গড়ো
একটা উদ্বেগমুক্ত বরফ সাগর অবুঝ সবুজ হৃদয় মিউজিয়াম।
-------------------------------------------
১৬/৪/২৩-অবুঝ মন-