হতে পারে বড় বড় কালাকার নাচ্ছে
যাঁতাকলে পিষছে সমানে
তবু দেখি ওরা চুপ!
কী এমন রসায়ন মনে হয়?
হয়তো খুদকুঁড়ো পাচ্ছে
এতে সব তুষ্ট যন্ত্র!
বেনিয়ম অনিয়ম এতো সব কিছু নয়?
কে জানে রেডারের গোলমাল কতটা?
যাই হোক ধুলোঝড় আসছে
ভাঙা হাল সারাবার কেউ নেই!
ওই তো ছেঁড়া পাল উড়ছে
এ কেমন সামাজিক ব্যাধি আজ জড়িয়ে?
কারা যেন বলছে দর্শন জানো কী?
হতে গেলে সুমহাণ নাগরিক
ছুঁতে হবে পাষাণের যত দিক
মোটা ত্বক হয় হোক একটু
দেখছো না ন্যায়ের বিচারালয় ধুঁকছে?
নোট চাই,ভেট চাই বুঝলে।
----------------------------------------
২৬/৪/২৪-অবুঝ মন -