সে দিনের পর
তারকের চোখে ঘুম নেই আর
কতদিন এভাবে কাটবে যে তার?
চাপানো হয়েছে তার কাঁধে বড় এক দায়ভার!
সরল এক জীবনে এ কেমন নামলো কালো ঝড়?
সুখ তারা দেখবার একটুও রইলো না অবসর!
হায়নার চোখ দুটো জ্বলছে!
সাপিনীর জঠরে লুকানো বিষ থলি ঠিকরে পড়ছে
ভালোবাসা,বিশ্বাস রসাতলে বনবন ঘুরপাক খাচ্ছে!
বলে কী "আর যেনো ভেঙো না কারো ঘর--
আগে তো রাখো মান তারপর"!
মনে হয় খেলাটা জমেছে বুঝলে
যত খুশি মনে কর পাশা চাল পিশাচের
ফকটে কামানো শকুনির শানিত হাতিয়ার
না হয় ভাবলে পোকাটে মৌচাক এ কেমন--এ যুগের?
ঘুম নেই চোখে আর তারকের!
শোধ করে দিয়ে যাবে যত ঋণ
প্রয়োজন শরীরে রক্তের,হয়তো ভরসার কিছু দাম উঠবে
কথা সে বেচেনি কোনোদিন
মরমে লেখা হোক জলসার আগুনে কখনো দূর্বল হতে নেই।
--------------------------------------------
৩০/৩/২৪-অবুঝ মন -