পিছিয়ে গেলে যেমন যা হয় এখন তেমন
মরা পাতার ঘাড়ে চড়ে দিব্যি চলে ব্যাঙের নাচন!
এই তো সময় সাপের ফনার দস্যি পনার
কিন্তু দেখি দূর্বলতার রকম ফেরে--
ভাগ চাষিদের সোনায় সোহাগ!
পাথর হৃদয় বুঝবে কি আর কোনটা আসল--?
ঝেড়ে খাওয়ার খামার বাড়ি লাগছে মিঠে বড্ড ভালো!
এর চেয়ে অধিক গুনাগুনের তিতা পাঠে রুচির খোরাক
বুঝবে কবে যোযন রেখার ময়না টিয়ে --?
ঝাড় বাতিটা শুকিয়ে গেলে সলতে ছুঁয়ে বাঁচতে হবে ।
------------------------------------------
-২৪/১২/২৪-অবুঝ মন