কীভাবে পারে ওরা ছলনার মহা মিথ গড়তে?
কীভাবে পারে ওরা অন্যের রোজকার ভাঙাতে?
কীভাবে পারে ওরা হাত পাতা হাভাতে?
ওরা কী বোঝে না শোষিতের হাহাকার জমছে?
ওরা কী বোঝে না চলমান সময়ের হেরফের?
ওরা কী বোঝে না এ ফসল রোজগারে জীবনের কত ঘাম ঝরছে?
যেখানে যোগাযোগ সেতুটি থাকে না সেখানেও অজগর জাগছে!
জানি না এ কেমন নীতি যোগ নির্মম?
মনে রাখা দরকার সমকাল একদিন আসবেই আসবে।
--------------------------------------------
৩/২/২৪-অবুঝ মন-