কড়কের বেড়িতে বাধা পড়ে
মোলায়েম মিঠে রোদ
মাঝে মাঝে এভাবেই আসে আর যায়।
সেখানে তুমি কে--আমি কে?
কেউ নয় সহজিয়া অনায়াস
বলা যায় বড়জোর ফিরে আসা চাই।
এও এক বরষা ভরসার স্থল
দেখা যাক ঘাটতির ফিকে রঙ কতদূর কী হয়?

যাপনের বাকি পথ কারো নয় অজানা
মা মা গন্ধে স্নিগ্ধ পূর্ণ
যা কখনো ফুরোবার নয়
ভেবে দেখো সঙ্গে একটা আস্ত ভরা ঝুরি বটগাছ--
সইবার কত কী নিয়ে থাকে ভার!
অথচ না আছে উথাল না আছে পাথাল
ঠান্ডা কুল কুল,জীবনের পরিনতি বোধ।
-----------------------------
-২৩/৫/২৩- অবুঝ মন -