যতোটা বিভোর হও ততটাই খাঁটি
এর মানে এই নয় বিপরীতে যা কিছু সবটাই মাটি
তুমি যদি আগুন হও জেনে রেখো বারুদও কম কিছু নয়
ওই দেখো জ্বলছে কেমনে একটা দেশলাই কাঠি
এখানেই চাতকের কেতাবি ব্যাটিং।এরপরে হতে পারে ওখানে জল?
আশা আর ভরসায় ভালো টুকুথাক।মীরাও জানে বৃন্দাবনের এ বাঁশি নকল নয়।
--------------------------------------
-৫/১০/২৩-অবুঝ মন -