ঘুম ভেঙে দেখি আজ
বাদলের এ কী রূপ!
ঘন মেঘ বরষা রিমঝিম বৃষ্টি ছুটছে
আর কী যাওয়া যায় বাহিরে?
দেখি কত রূপ রস প্রকৃতির!
পাতা নড়ে ঝিরঝির,কুয়াশা সুগভীর
পাখিদের কাকলি মুগ্ধ মনোরম!
কাদা মাখা রাস্তা হোঁচটের রিয়েস্যাল
আহারে টুপটাপ দুমদাম পড়ছে
চোখে জল নামে ঢল ওঁরা সব ছুটছে
আর কি বসে থাকা যায়--- ?
তড়িঘড়ি ধরাধরি ছুটে মরি ভাই রে
একেবারে সামাজিক সামনের সারিতে দাঁড়িয়ে
খুলে গেলো করিডোর মায়া রোদ।
--------------------------------------- -৮/১২/২৩-অবুঝ মন -