মানো আর না মানো
তোমার সীমানা তুমিই জানো
কোনটা আসল আর কোনটা নকল
এই কালসিটে দাগ ওই রক্ত গঙ্গার ধার
মনে তো হয় খুব একটা অচেনা নয়
পুকুরের কথা থাক বাকি কিছু আছে কি যেটুকু ঝাড়ার?
তবু তুমি বুক দিয়ে আঁকড়ে রয়েছো--
হাত পাকানো শক্ত পোক্ত মঞ্চের কেতাবি খেতাব!
যদিও আজ প্রকাশিত সবকিছু দলিলের দখসাত
ভোগ সত্ত্বের রমরমা বাজার,পিঠে বানানোর অনন্য কীর্তি যস্য লাভ!
দেখো পারো কী না আরও কিছু বিস্তার?
তবে সময়ের কথা যদি ভাবো একবার বোধহয় এবার থামবার এসেছে সময়
ওই দেখো ঘরে ঘরে জাগছে দামিনী সকল।
------------------------------------------
৭/৩/২৪-অবুঝ মন -