যদিও সে অন্য কারো ঘর
"দেখা হলো বছর কুড়ি পর"
অনেক খানি ছিলো জানাশোনা
হয়নি মনে খুব একটা অচেনা।

ধীরে ধীরে ভ্রমর গেলো একটু এগিয়ে
গোপন কোনের ইচ্ছে টুকু নিয়ে
খুব একটা না থেমে
ঝমঝমিয়ে বৃষ্টি এলো নেমে।

কথার কথা রাখতে
বলুন দেখি কে না চায়-
অসময়ের বৃষ্টি টুকু ধরে একটু খানি মাখতে?

হয়তো ছিল বদ্ধ খাঁচায় বন্দি
তা বলে এক্ষণেও--মনে মনে
আগুন গোলা আঁটতে পারে ফন্দি!

বাড়িয়ে দুখান হাত
মনমজিয়ে করলো আসর মাত
লুকিয়ে রাখা লোলুপ নেশা একেবারে জমজমাট!

অবুঝ কূলের হাঁদা ভোঁদা সাদা সে এক চাঁদ
কেমন করে বুঝবে বলো--
আঁশটে গন্ধ আসল তা নয় গভীর জলের মাছ?
শখের বশে হুকের বাঁধন খুলে পাতছে সে এক ফাঁদ!

সরসে ফুলের ধ্রুপদ নাচে উঠলো ফুটে
বাটি ভরা জামবাটি এক ক্ষীর
হঠাৎ দেখে যাদুর খেলায় সবটা ভেনিস
ধূসর ধূলোয় আসছে ছুটে বিষ মাখানো তির!

বুঝলো চাঁদ এ নয় কোন সত্যি কারের ময়না
কলি কালের তাপ্পি দেওয়া টুকরো কাঁচের
ভিন দেশি এক আয়না!
হলেও বা হতে পারে-
"আজ প্রেমিকা কাল হয়তো হায়না"
লোডশেডিং এর খেলনা।
-------------------------------------
২৪/১২-২৩-অবুঝ মন -