হোক যত ঘন পরিচয়
এখন আর প্রাণ ছায়া আটকে থাকে না সীমায়
হয়তো এসবই চোখ কান খুলে দেওয়া--
স্নেহময় চলাচল পৃথিবীর দায়
দগ্ধ ছেঁকা রোদ লাগে যেন গায়!
তবুও ব্যাকুল!কুলকুচি ফেনা সহজে হয় না শক্ত
পারছো না,পারবেও না--কিছুতেই পাড়িয়ে যেতে
এখানে অচল?না না কিছুতেই না
হয় হোক যেখানে যতদূর--যতটুকু ক্ষয়
এভাবেই বাঁচবে এ শহর,এ নগর--পৃথিবীর যাপনের হিম্মত।
----------------------------------------
৩০/৫/২৪-অবুঝ মন -