নিজের খিদে ঢাকতে গিয়ে
অন্ধ স্রোতে পুষতে হলো
কয়লা কালো ময়লা ধুলো!
বছর বছর পেরিয়ে আসা
সোনা গাছির নগ্ন গলি
এর চেয়ে বেশী নয় কি ভালো?
যদি বিবেক থাকে প্রশ্ন করো
সাদা মনের সবুজ দ্বীপে
ছোরা মেরে পালিয়ে যাওয়ার
রসদ কোথায় লুকিয়ে ছিলো
হয়তো এবার লজ্জা পাবে ডাস্টবিনটা
অবাক করা ছিঃ ছিঃ এই কান্ড দেখে!
জেনেও যাবে প্রতিশোধের চরম সীমা
অবলীলায় কেমন করে পার করেছো।
------------------------------------
-৩/১২/২৩-অবুঝ মন -