একটা মিষ্টি গল্প লিখবো বলে ভেবে ছিলাম
খানিকটা পিছনের রাস্তা ধরেও এগিয়ে গেলাম
কথা হলো এই বার আর নয় শেষ ভরসা
চাষাও জীবন জুড়ে পুষলো অনেক আশা।
ঝুমঝুম বৃষ্টি এলো ময়না টিয়ে গান শোনালো
পলাশ রঙে মেললো ডানা উদাস বাউল মন
তখনো হয়নি জানা আগুন খেকো পাখির বাসার কোথায় অবস্থান !
রঙ ছিলো তার রকমারী
হানলো বুকে তরবারী--আঘাত ভারী!
এক প্রশ্ন এঁকে বিছিয়ে দিল জমাট শূন্যস্থান!
আমার যত রক্ত খাঁটি দিয়ে দিলাম তাঁরই বাটি
দেখি কেমন কিনতে পারে স্বচ্ছ আবাসন?
এই হলো মোর কল্পগাথা ঝর ঝর ওই ঝরাপাতা
দেখো কেমন হতে পারে ছোট একটি গল্প উদাহরণ?
--------------------------------------
-১৭/৫/২৪-অবুঝ মন -