ইচ্ছে তো হয় কিছু বলি
কাঠফাটা কিছু রোদ ঢেকে দিয়ে চলি
শুঁটকির গন্ধে ফেরে মন
হবে কি ক্লান্ত--গিলতে গিলতে সারাক্ষণ?
জানি না কিভাবে সিন্ধুক হয়ে যায় চুরি?
মোটা কাঁচ চশমার,একটুও পড়ছে না--
কষ্টি পাথরের বুকটা
দিন দিন কতখানি হয়েগেছে ভারী!
যদি পাল্লাটা দাঁড়িয়ে না পড়তো--
এতোখানি ভারহীন হতো কি?
রূদ্ধ বৈঠক ফোস্কা ঢেঁকুরে জ্বল জ্বল করছে
এও না কী মানসিক দৈন্য!
অথচ সঁপে দেওয়া পৃথিবীর গল্পের শেষ নেই!
মুঠোটা আলগা যত হোক,মশালের চিহ্নে মশগুল ---
--------------------------------------------
-২৯/৯/২৪-অবুঝ মন -