গণতান্ত্রিক অধিকারে--
একটুখানি এধার থেকে ওদার হলে
কার যে ধড় কোথায় পড়ে --
ধূলোয় মিশে যাবে উড়ে
কেউ কখনো বলতে পারে?

এই তো সেদিন চোখের জলে--
নামলো আঁধার গাঁয়ের পরে
রক্ত খেকো হায়না গুলো
খুবলে খেলো ঝোপের বাড়ে রাধার দেহ!

বাপটা তার ব্যবসা করে খাচ্ছে বলে
সমাজ সেবক সদলবলে এলো চলে তারই বাটে
বললো শেষে এই যে বাবু মাসে মাসে--
ঠিক সময়ে মাল মশলা দিতে হবে!

সহজ স্রোতে ভাসতে গিয়ে
অস্বীকারের রাস্তা নিতেই
এই তো বিচার এলো ধেয়ে
কী দোষ ছিলো ওই অভাগীর বলতে পারো?

কুসুম কোমল ছোট কুঁড়ি--
জানলো না তার ঋতুস্রাবের সময় কখন!
কেমন করে পূণ্যতোয়া গঙ্গা হয়ে উঠতে পারে।
----------------------------------------
-৮/৬/২৪-অবুঝ মন