আমি যে পথে যাই
ভাষা খুঁজে পাই
যা আমার নয় তা অন্য কারও
মানতেও দ্বিধা নাই
এ আমার শিক্ষার সুর সাধনা
কেউ মানুক আর না মানুক ছাই।
তাই যেটুকু যা পাচ্ছি
পেজ ভরে রাখছি
এরপরেও বলবে কি শুধু ভুল?
না কী আরও কিছু দিতে বাকি?
যদি তাই হয় দিয়ে যাবো---
সঞ্চিত যাকিছু সম্বল।
তবু খুব জানতে ইচ্ছে করে
কুমিরের খিদের শেষটা কোথায় ?
----------------------------------
শুভ রাত্রি -৬/৩/২৪-অবুঝ মন -